চট্টগ্রামে নতুন মৃত্যু ৫, শনাক্ত ২৮৭
                        
                        
                            
                                 আগামী নিউজ | শরীফ হায়দার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১,  ১২:৫৭ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        
চট্টগ্রামঃ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ৫,জনের মৃত্যু হয়েছে। ১৪৪৬, জনের শরীরে নমুনা পরিক্ষায় ২৮৭ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
 
আজ (২১ এপ্রিল) বুধবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
 
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৭টি ল্যাবে ১৪৪৬,টি নমুনা পরীক্ষা ২৮৭ জনের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
 
আজ বুধবার পর্যন্ত চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যু হয়েছে ৪৭৭ জনের।
 
আক্রান্ত হয়েছে ৪৭, হাজার ৮৬১ জন। গত ২৪ ঘন্টার আক্রান্তদের মধ্যে মহানগরীরতে ২৩৬ জন ও বিভিন্ন উপজেলার বাসিন্দা ৫১।
 
উল্লেখ্য, চট্টগ্রামে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মহানগরীর ৭টি এলাকাকে করোনার রেড জোন হিসাবে ঘোষণা করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
 
আগামীনিউজ/এএস