মোল্লাহাটে হেফাজতের হামলায় ওসিসহ আহত ৫
                        
                        
                            
                                 আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক                                 প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১,  ০২:০৯ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        বাগেরহাটঃ জেলার মোল্লাহাটে হেফাজত কর্মীদের হামলায় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবিরসহ  পুলিশ সদস্যের ৫ জন আহত হয়েছেন।
 
সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। 
 
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম সাংবাদিকদের বলেন, হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাসপাতাল মোড়ে জড়ো হচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়ো হওয়ার কারণ জানতে চাইলে তারা অতর্কিত ভাবে পুলিশের ওপর হামলা করে। এতে আমিসহ আমার পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছি।
 
আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আগামীনিউজ/এএস