দিনাজপুরে করোনায় আক্রান্ত ১৭: লক ডাউনে তৎপর প্রশাসন
                        
                        
                            
                                 আগামী নিউজ | দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১,  ০৬:৩০ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
দিনাজপুরঃ লকডাউনের ২য় দিনে করোনা  আক্রান্ত ১৭, সনাক্তের হার ১২.৪০%। গতকালের তুলনায় বেশি। লক ডাউনের ১ম দিনে এর সংখ্যা ছিল মাত্র ৬।
অপরদিকে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে  সার্বিক কার্যাবলি, চলাচল সংক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন দিনব্যাপী বেশ তৎপর।
 
জেলা শহরের গুরুত্বপূর্ণ  পয়েন্ট ও মোড়গুলোতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) গণ সরকারি এ নির্দেশনা বাস্তবায়নে দায়িত্বপালন করতে দেখা যায় এবং সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ। 
 
জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, শহরের বিপনি-বিতান সহ প্রায় সব ধরনের দোকান পাট বন্ধ তবে ব্যাটারি চালিত অটো, মটর সাইকেল, সাইকেল চলাচল দেখা যায়।
 
শহরের প্রধান বড় বাজার (বাহাদুর বাজার) সরিয়ে বড় মাঠ(গোড়া শহীদ ময়দানে)  স্থানান্তরিত করা হয়েছে।  শহরের  বেশিরভাগ মানুষই স্বাস্থ্যবিধি  মেনে চলার চেষ্টা করলেও গ্রামের মানুষ জনের ক্ষেত্রে ভিন্নরূপ আর উদাসীন।
 
আগামীনিউজ/এএস