সর্বাত্মক লকডাউনে রংপুর নগরীর মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট
                        
                        
                            
                                 আগামী নিউজ | শরিফুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১,  ১২:৩৯ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        রংপুরঃ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে সরকার।
 
বুধবার ভোর থেকে এই কঠোর বিধিনিষেধ কার্যকর হয়েছে। দিনের শুরু থেকে রংপুরে লকডাউন বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জায়গায় তৎপরতা চালাচ্ছে পুলিশ। রংপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করার জন্য চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হওয়ার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরিসেবার সঙ্গে সম্পৃক্ত, তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
 
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার থেকে কঠোর লকডাউন কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে, তা বাস্তবায়নে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য ‘মুভমেন্ট পাস’ ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে দেওয়া হবে না৷
 
এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থানে রংপুর মেট্রোপলিটন পুলিশ। নাশকতা ঠেকাতে নগরজুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের কড়া নিরাপত্তা।
 
রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬টি থানায় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জোরদ্বার। রংপুর মেট্রোপলিটন পুলিশের গােয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) আবু মারুফ হােসেন জানিয়েছেন, মহানগর পুলিশ কমিশনার মােহা, আবদুল আলীম মাহমুদের নির্দেশনায়, চরম নৃশংসতার মধ্য দিয়ে উত্থান হওয়া ‘হেফাজতে ইসলাম’ জননিরাপত্তার জন্য এখন অনেকটাই হুমকি।
 
আগামীনিউজ/এএস