রাণীনগরে আবারো বিষ্ণুমুর্তি উদ্ধার
                        
                        
                            
                                 আগামী নিউজ | এ কে সাজু, নওগাঁ জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: এপ্রিল ১, ২০২১,  ০১:৪৩ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        নওগাঁঃ জেলার নওগাঁর রাণীনগরে মাত্র ১৫ দিনের ব্যবধানে একই স্থান থেকে আবারো একটি বিষ্ণমূর্তি  উদ্ধার।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার করজগ্রাম এলাকা থেকে এই মূর্তি উদ্ধার করা হয়।  এর আগে ৩৮ কেজি ওজনের উদ্ধারকৃত মূর্তি নওগাঁর পাহারপুড় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
 
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন আকন্দ বলেন, উপজেলার করজগ্রাম কাউয়াঠেঙ্গা পাড়া এলাকায় স্কেবেটার মেশিন দিয়ে একটি খাস পুকুর পূন: খনন করছিল।
 
এসময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা নাগাদ ১৯ ইঞ্চি দৈর্ঘ ও৯ইঞ্চি প্রস্ত ১৪ কেজি ওজনের একটি বিষ্ণমূতি বের হয়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ দুপুর নাগাদ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে।
 
তিনি আরো বলেন, গত ১৬ মার্চ সন্ধ্যায় একই পুকুর থেকে খননের সময় ৩৬ ইঞ্চি দৈর্ঘ ও সাড়ে ১৫ ইঞ্চি প্রস্থ ৩৮ কেজি ওজনের বিষ্ণুমুর্তি উদ্ধার করা হয়। এরপর বিজ্ঞ আদালতের নির্দেশে নওগাঁ জেলা পুলিশ সুপারের মাধ্যমে গত ২৭ মার্চ মূর্তিটি নওগাঁর পাহারপুড় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে উদ্ধার মূর্তিটিও একই প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।
 
আগামীনিউজ/এএস