যশোরে নতুন করোনাক্রান্ত ১৪
                        
                        
                            
                                 আগামী নিউজ | বিল্লাল হোসেন, যশোর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: মার্চ ২৫, ২০২১,  ১২:৫১ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        যশোরঃ আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে যশোরে।
 
বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাঠানো ফলাফলে এই তথ্য জানানো হয়েছে।
 
যবিপ্রবি এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, মোট ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৪ জন পজেটিভ ও ১১৫ জনের নেগেটিভ এসেছে।
 
যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন জানান, ২৫ মার্চ পর্যন্ত জেলায় ২৯ হাজার ২শ' ৮৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পেয়েছি। তাতে ৪ হাজার ৯শ' ৮৯ জন করোনা পজেটিভ হয়েছে। আর মারা গেছেন ৬০ জন।
 
আগামীনিউজ/এএস