ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: নিহত ২
                        
                        
                            
                                 আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: মার্চ ২৫, ২০২১,  ১২:০৯ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        
ফরিদপুরঃ ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে।
 
এ ঘটনায় আহত হয় কমপক্ষে ১৫জন। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। গত রাত আনুমানিক একটার দিকে এই ঘটনা ঘটে। 
 
ভাঙ্গা ফায়ার স্টেশন এর স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান, গত রাত একটার সময় যশোর থেকে ছেড়ে আসা বরিশালগামী জিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর নামক স্থানে এসে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডান পাশে গিয়ে একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে।
 
এ ঘটনায় আহত হয় কমপক্ষে ১৫জন। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তিনি বলেন এসময় উদ্ধার কাজে হাইওয়ে পুলিশ, ভাঙ্গা ফায়ার স্টেশন ও গোপালগঞ্জের একটি টিম অংশ নেয়। তবে এখনো নিহত ও আহতদের কোন পরিচয় জানাযায়নি।
 
আগামীনিউজ/এএস