মধুখালীতে এমপি আব্দুর রহমানের মতবিনিময় সভা
                        
                        
                            
                                 আগামী নিউজ | সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি                                 প্রকাশিত: মার্চ ২০, ২০২১,  ০৭:১১ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
ফরিদপুরঃ শনিবার দুপুর ১২ টায় ফরিদপুরের মধুখালী উপজেলা মালটিপারপাস হলরুমে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মধুখালী উপজেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ শহিদুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সাথে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুর রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
নির্বাচন পরিচালনা কমিটির সমন্ময়ক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় নেতা মনোজ সাহা, মধুখালী পৌরসভায় মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী আব্দুস সালাম মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মো. ইলিয়াছ মিঞা, এ্যাড. আলিউজ্জামান খোকন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সুরাইয়া সালাম, ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম, মধুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজল বসু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল ওহাব, মধুখালী বাজার বনিক সমিতির সভাপতি আবুল বাসার বাদশা, কামারখালী বাজার বনিক সমিতির সভাপতি মতিউল ইসলাম মুরাদ, ইউপি চেয়ারম্যানদের পক্ষে জাহিদুল ইসলাম বাবু, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, পূজা উদযাপন পরিষদের সুভাষ রায় প্রমুখ।
 
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
আগামীনিউজ/এএস