Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামে হত্যা মামলায় ৯ জনের ফাঁসি


আগামী নিউজ | শরীফ হায়দার, চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৯:১২ পিএম
চট্টগ্রামে হত্যা মামলায় ৯ জনের ফাঁসি

সংগৃহীত

চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি থানা এলাকায় ১৭ বছর আগের একটি হত্যা মামলায় ৯ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৮মার্চ) চট্টগ্রাম দায়রা জজ আদালতের বিচারক ফারজানা আক্তার এই রায়ের আদেশ দেন।

ফাঁসির পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেছে আদালত।

দণ্ডিত আসামিরা হলেন- লেডা নাছির, বাবুল, নুরুল ইসলাম, যোবায়ের, দিদার, আবু বক্কর প্রকাশ বাসিক, জংগু, ইসমাঈল ও শাহীন। দণ্ডিত আসামিদের মধ্যে শাহীন নামে একজন ছাড়া অন্য ৮ জন আসামি পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও চার্জসিট ভুক্ত ১০ আসামির মধ্যে একজনের মৃত্যু হওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি নয় জনের মধ্যে আটজন পলাতক। কারাগারে থাকা অপরজন রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
২০০৩ সালের ১ নভেম্বর হত্যা করা হয় ফটিকছড়ি উপজেলার ৮ নম্বর ইউনিয়নের কচুয়াপার নেছার আহমেদ তোতাকে হত্যার দায়ে তাদের এই দণ্ড হয়েছে।

রায়ের বিষয়টি আগামী নিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. নাসির উদ্দিন।

তিনি আরও জানান, আসামীদেরকে ফাঁসির পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেছে আদালত।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে