Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় ১১৩ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৪:২০ পিএম
বগুড়ায় ১১৩ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম

আগামী নিউজ

বগুড়াঃ রাত পোহালেই বগুড়া পৌরসভার সাধারণ নির্বাচন। এবার ইভিএম (ইলেকট্রনিক্স ভোটিং মেশিন) এর মাধ্যমে বগুড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১৩টি কেন্দ্রে ইতোমধ্যে পৌঁছে গেছে যাবতীয় নির্বাচনী সরঞ্জাম।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বগুড়া পৌর উচ্চ বিদ্যালয় থেকে ভোট কেন্দ্র গুলোর যাবতীয় নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়। এসময় সহকারি রির্টানিং কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নির্বাচনে মেয়র পদে ৪ জন, ৭টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে ৫০জন এবং ২১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩০ জন সর্বমোট ১৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে