Agaminews
 অমর একুশে
Dr. Neem Hakim

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২


আগামী নিউজ | জহুরুল ইসলাম জহির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৩:৩২ পিএম
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর বাবু মোড়ে গ্রামীণ ব্যাংকের সামনে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে এঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিণপাড়ার মালিকুজ্জামানের ছেলে আবদুল হামিদ (২৪) ও রাশেদ আলীর ছেলে আবদুর রহিম (২৮)।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনামসজিদ গ্রামী ঢাকা মেট্রো-ট-১২-৬৪০১ দ্রুত সোনামসজিদ স্থলবন্দরের দিকে যাবার সময় শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী দুজন মোটরসাইকেল আরোহী রশিকনগর বাবুপুর মোড় এলাকায় পৌঁছলে ট্রাক-মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও চালককে আটক করে এবং লাশ উদ্ধার করে শিবগঞ্জ থানায় নিয়ে আসে।

আগামীনিউজ/এএস