সোনাইমুড়ীতে কোরআন অবমাননার দায়ে নারী আটক
                        
                        
                            
                                 আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২১,  ০৭:৫৩ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        
নোয়াখালীঃ জেলার সোনাইমুড়ীতে কোরআন অবমাননার দায়ে জাহানারা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
 
বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাটেশ্বর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে একই গ্রামের মিলন মিয়ার স্ত্রী।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন আগামী নিউজকে জানান, সকালে ওই মহিলা তার মেয়েদের সাথে ঝগড়ার জের ধরে সৃষ্টিকর্তাকে কটাক্ষ করে পবিত্র কোরআনে লাথি মারে। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজনা দেখা দেয়। পরে তিনি ওই নারীকে স্থানীয়রা ইউনিয়ন কার্যালয়ে নিয়ে এসে পুলিশে সোর্পদ করেন।
 
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে আগামী নিউজকে বলেন, ওই নারী পবিত্র কোরআনে লাথি মারার পাশাপাশি কিছু দিন আগে কোরআনে প্রস্রাব করেছে।
 
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
 
আগামীনিউজ/এএস