ময়মনসিংহে অনুষ্ঠিত দুটি পৌরসভা নির্বাচনে নৌকার জয়
                        
                        
                            
                                 আগামী নিউজ | আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ প্রতিনিধি                                 প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১,  ১১:৪৬ এএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        ময়মনসিংহঃ ময়মনসিংহে অনুষ্ঠিত ২টি পৌরসভা নির্বাচনেই মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
 
শনিবার রাতে ভোট গগণা শেষে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা ও ফুলবাড়ীয়া উপজেলার নির্বাচন কর্মকর্তার তাদেরকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করেন।
 
মুক্তাগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তাজুল রায়হান বলেন, মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বিল্লাল হোসেন সরকার পেয়েছেন ১৭ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী শহিদুল ইসলাম শহীদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২৬১ ভোট। মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল কাসেম পেয়েছেন ২ হাজার ৮৬৩ ভোট। মেয়র পদে ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।
 
ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার গোলাম মোস্তুফা বলেন, ফুলবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম কিবরিয়া ৫ হাজার ৬৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তুফা জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪২৮ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী চান মাহমুদ পেয়েছেন ৪ হাজার ৬৩ ভোট। মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।
 
মুক্তাগাছায় কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মনিরুজ্জামান দুদু, ২ নং এ মতিউর রহমান মতি, ৩ নং এ আব্দুর রাজ্জাক, ৪নং এ আমজাদ হোসেন , ৫নং এ আঃ হাকিম, ৬নং এ সাইফুল ইসলাম, ৭নং এ মীর্জা আবুল কালাম, ৮নং এ আবদুল হানিফ মির্জা, ৯নং এ বজলুর রহমান এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে শিখা আক্তার, সোমা সাহা ও জেসমিন আক্তার নির্বাচিত হয়েছেন। 
 
ফুলবাড়ীয়া পৌরসভায় কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে শরিফ উদ্দিন, ২নং এ শামীম আহমেদ, ৩নং এ ছফর আলী ভুলু, ৪নং এ সাইফুল ইসলাম, ৫নং এ আকবর হোসসেন মাস্টার, ৭নং এ চান মাহমুদ সরকার, ৮নং এ কাজী ইমাম আলী, ৯নং এ শাকির আহমেদ খান এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ফাতেমা আক্তার, জরিনা খাতুন ও জোসনা আরা বেগম নির্বাচিত হয়েছেন।৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ফলাফল স্থগিত রয়েছে।
 
আগামীনিউজ/এএস