Dr. Neem on Daraz
Victory Day

শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়কে ঝরলো ২ প্রাণ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২০, ২০২২, ০১:৩৫ পিএম
শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়কে ঝরলো ২ প্রাণ

চাঁদপুরঃ সদর উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাওয়ার সময় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চাঁদপুর সদরের ঘোষের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার সৈয়দপুর নোয়াপাড়া পাটোয়ারি বাড়ির হোসেন পাটোয়ারীর একমাত্র ছেলে আব্দুল্লাহ (২৫) ও হাজিগঞ্জ বলাখাল বাজারের মো. ইয়াসিনের মেয়ে ফাতেমা আলম (২৪)। এ ঘটনায় আমেনা বেগম (২৫) নামে আরেক পরীক্ষার্থী এবং তার পিতা আহত হয়েছেন। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান পলাশ জানান, সিএনজিচালিত একটি স্কুটার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী নিয়ে চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লামুখী সিমেন্টবাহী পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

স্থানীয় বেলায়েত গাজী বলেন, ‘হাজিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী সিএনজিচালিত স্কুটার এবং হাজিগঞ্জগামী পিকআপভ্যানটি সকালে ৯টার দিকে ঘোষের হাট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে স্কুটারের যাত্রী ফাতেমা আলম নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আহত আরও তিন জনকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আবদুল্লাহ নামের আরেকজন মারা যান। নিহত দুজন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য হাজিগঞ্জ থেকে অটোরিকশায় চাঁদপুর আলআমিন স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন।’

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় আহত আবদুল্লাহ নামের এক যুবককে হাসপাতালে আনার পর মৃত্যু হয়। এ ছাড়া আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।’

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‘দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর স্কুটার ও পিকআপভ্যানের চালক পালিয়ে গেছে।’

এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে