Dr. Neem on Daraz
Victory Day

আদমদীঘিতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার


আগামী নিউজ | আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৭:৪৭ পিএম
আদমদীঘিতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার আদমদীঘিতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। 

এরআগে, শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়ার আক্তার হোসেনের ছেলে মামুন হোসেন (৩২) ও তার স্ত্রী শাবানা আক্তার (২৬)।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিড়ার আদর্শগ্রাম জামে মসজিদ এলাকার বাসিন্দা মামুন নিজ বাড়িতে মাদক রেখে বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮ টার দিকে সেখানে অভিযান চালিয়ে গুলের কৌটার মধ্যে পলিথিনে মুড়িয়ে বিশেষ কায়দায় হেরোইন বিক্রিকালে তাকে এবং তার স্ত্রী শাবানাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৫০ পুড়িয়া (২ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়েছে।  

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, শনিবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে