ফরিদপুরে নিখোঁজ দুই শিক্ষকের সন্ধান মেলেনি: উদ্ধার কাজ চলমান
                        
                        
                            
                                 আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১,  ০১:৩৫ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
ফরিদপুরঃ পদ্মার সিএন্ডবি ঘাট মদনখালি পূর্ব পাড়ে ট্রলার ডুবিতে নিখোঁজ দুই শিক্ষকের সন্ধান করছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ
আজ বেলা ১২টা পর্যন্ত নিখোঁজ শিক্ষক আজমল হোসেন ও আলমগীর হোসেন এর সন্ধান পাওয়া যায়নি। এদিকে ট্রলারযোগে আজমল ও আলমগীর স্যারের বন্ধু স্বজনরা হাজিগন্জ পর্যন্ত কয়েক দফা খুঁজে বেড়াচ্ছে।
 
ফরিদপুর ফায়ার সার্ভিস এর উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন নদীতে প্রবল স্রোত থাকায় নিখোঁজ ব্যক্তিরা দূরে বা অজনা স্থানে ভেসে যেতে পারে। তবে আমাদের চেষ্টা অব্যহত রয়েছে।
 
তিনি আরো বলেন, ফরিদপুরে ডুবুরী দল না থাকায় পাটুরিয়া থেকে ডুবরি দল এনে উদ্ধার তৎপরতা চলছে।
 
উল্লেখ্য গতকাল সাড়ে ৫ টায় নৌভ্রমণে বের হওয়া ফরিদপুরের ১৪ জন শিক্ষক ও নৌকা মাঝি ডুবে যায়। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তা ১৩ জন উদ্ধার হলেও এখনো নিখোঁজ আছে দুই শিক্ষক।
 
প্রত্যক্ষদর্শী সাংবাদিক রেজাউল করিম জানান, খলিলমন্ডলের হাট এলাকা থেকে শিক্ষকবৃন্দ সিএন্ডবি ঘাটে আসেন। ফেরার সময় নৌকা ঘাটে পন্টুন এর সাথে ধাক্কা লেগে নৌকাটি ভেসে যায়।