নিয়ামতপুরে র্যাবের অভিযানে ৬টি অস্ত্রসহ গ্রেফতার ২
                        
                        
                            
                                 আগামী নিউজ | এ কে সাজু, নওগাঁ জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১,  ০৭:০১ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবি: সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        নওগাঁঃ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন থেকে ৫টি দেশীয় লোহার তৈরী ১ নলা ওয়ান শুটার গান, ১টি লোহার তৈরী রিভলবার, এক রাউন্ড গুলি,  নগদ ৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
 
সোমবার (২৩ আগষ্ট) র্যাব-৫ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শেখপাড়া গ্রামের কিবরিয়া রাজুর ছেলে মোঃ হৃদয় (২৭) ও হামিদপাড়ার আফাজের ছেলে মোঃ শিশির (২০)।
 
সংবাদ সম্মেলনে র্যাব-৫ জানায়, রবিবার (২২ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যে  ৬.৪৫ টার সময় জানা যায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলাধীন রসুলপুর ইউনিয়নের আড্ডা বাজারের পূর্ব পার্শ্বে জনৈক আব্দুস সাত্তারের ছেলে মিজানুর রহমানের করাত কলের সংলগ্ন এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে।
 
এরুপ সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল করাত কলের দক্ষিন পার্শ্বে ফাঁকা জায়গায় পৌছানো মাত্র তারা র্যাবের উপস্থিতি বুঝতে পারলে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্স সহায়তায় ৫টি দেশীয় লোহার তৈরী ১ নলা ওয়ান শুটার গান, ১টি লোহার তৈরী রিভলবার মোট ৬টি অস্ত্র, এক রাউন্ড গুলি,  নগদ ৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ  চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শেখপাড়া গ্রামের কিবরিয়া রাজুর ছেলে মোঃ হৃদয় (২৭) ও একই জেলা ও উপজেলার হামিদপাড়ার আফাজের ছেলে মোঃ শিশির (২০)  নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করতে সমর্থ হয়।  
 
এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কলোনী মোড় বাগানবাড়ীর মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে লালচান ইসলাম সজল ওরফে ভিকু ড্রাইভার পালিয়ে যায়।