দিনাজপুরে কোভিডে আক্রান্ত ও উপসর্গে মৃত্যু ৬জন
                        
                        
                            
                                 আগামী নিউজ | দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১,  ১১:২১ এএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        
দিনাজপুরঃ গত ২৪ ঘন্টায় কোভিডে আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু। নতুন করে কোভিডে আক্রান্ত শনাক্ত ৪৮ জন।
 
আজ ১৫ই জুলাই( রবিবার) জেলা সিভিল সার্জন অফিস সুত্রে  জানা যায় গত ২৪ ঘন্টায় ২৫৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ৪৮ জন কোভিড ১৯ পজিটিভ শনাক্ত। কোভিড আক্রান্ত হয়ে ৩ ও  উপসর্গে  ৩ জনের মৃত্যু হয়েছে। তবে শনাক্তের হার আজ কমে ১৮ দশমিক ৮১ শতাংশ।
 
জেলায় গত ২ সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে শনাক্তের সংখ্যা ও নিম্ন সংক্রমণ হার। ২৪ ঘন্টায় আজ সুস্থ আরও ১১৫ জন।  কোভিড ১৯ শনাক্তদের মধ্যে সদরে ৩৪ জন, বিরলে ৭জন, চিরিরবন্দর ৩ জন, খানসামা ২, বীরগঞ্জ ও বিরামপুরে ১ জন করে শনাক্ত।
 
বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ১৬২ জন। ভর্তি রোগীদের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১১১ জন, আধুনিক হাসপাতাল(সদর) ২৯ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে ২২ জন। জেলায় মোট সক্রিয় রোগীর সংখ্যা ৬৭১ জন।
 
জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত মোট ১৩ হাজার ৭১৯ জন, সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৭৫জন এবং মৃত্যু ২৭৩জন।