এবারও রান্না করা খাবার বিতরণ করছে হিউম্যানিটরিয়ার ইয়ুথ অর্গানাইজেশন
                        
                        
                            
                                 আগামী নিউজ | বরগুনা প্রতিনিধি                                 প্রকাশিত: আগস্ট ৭, ২০২১,  ০৪:৪৭ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        বরগুনাঃ কঠোর লকডাউনে মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধী পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন বাংলাদেশ হিউম্যানিটরিয়ার ইয়ুথ অর্গানাইজেশন (ভায়ো)।
শনিবার (৭ আগস্ট) বরগুনা জেলার আমতলী উপজেলার পৌরসভায় বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব খাবার বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
 
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, বাংলাদেশ হিউম্যানিটরিয়ার ইয়ুথ অর্গানাইজেশন সংগঠন নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা বঞ্চিত শিশু, মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধীদের নিয়ে জন্য কাজ করছে।
 
তিনি আরো বলেন, করোনার সংকটের শুরু থেকেই সংগঠনের বন্ধুরা অসহায়, দুস্থ ও মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিদের খাবার বিতরণ করেছে। তারই ধারাবাহিকতায় আজকেও খাবার বিতরণ করা হয়েছে।
 
এসময় উপস্থিত ছিলেন, এন এস এস এর পরিচালক সাহাবুদ্দিন পান্না, বিডি লাইভ ২৪ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক নাহিদুর রহমান, বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটি বরগুনা জেলা সভাপতি জিয়া সিদ্দিকী, বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির। বাংলাদেশ হিউম্যানিটরিয়ার ইয়ুথ অর্গানাইজেশন এর সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিমন, আমতলী উপজেলা সমন্বয়ক তাসনুভা ইসলাম মিম, সাকিবুল ইসলাম সাকিব, বরগুনা জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক লিমন চন্দ্র, মাহমুদ সাওন।