মুন্সীগঞ্জে নদী ভাঙ্গনরোধে ৪৪৬ কোটি  টাকার প্রকল্প একনেকে অনুমোদন
                        
                        
                            
                                 আগামী নিউজ | রক্তিম মল্লিক দোলন, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: জুলাই ২৮, ২০২১,  ০৫:৫৮ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        মুন্সিগঞ্জঃ জেলার লৌহজং ও টংগীবাড়ী উপজেলার পদ্মানদীর তীরবর্তী এলাকাসমূহের ভাঙন রোধে ৪৪৬ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন করা হয়েছে।
 
আজ বুধবার(২৮ জুলাই) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
 
আজ একনেক বৈঠকে মোট ২ হাজার ৫৭৫ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে ৪৪৬ কোটি টাকা ব্যয়ে মুন্সীগঞ্জের লৌহজং ও টংগীবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।
 
এসময় বর্ষায় পদ্মা তীরবর্তী এলাকাসমূহের ভাঙ্গন রোধে মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। এছাড়াও নদীতে যত্রতত্র ড্রেজার বসিয়ে অবৈধভাবে গড়ে উঠা বালু মহলগুলোকে নজরদারিতে আনার নির্দেশ দেন তিনি।