চুনারুঘাটে লকডাউন অমান্য করায় জরিমানা
                        
                        
                            
                                 আগামী নিউজ | শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি                                 প্রকাশিত: জুলাই ২৫, ২০২১,  ০৫:৪৪ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
হবিগঞ্জঃ জেলার চুনারুঘাটে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
 
রোববার (২৫ জুলাই) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল এই আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পৌর শহর ও উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়।
 
এসময় লকডাউন অমান্য করার অপরাধে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা সহযোগিতা করেন। চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ধরণের অভিযান চলমান থাকবে।