নওগাঁয় লকডাউনের চতুর্থ দিনে আক্রান্ত ২০
                        
                        
                            
                                 আগামী নিউজ | এ কে সাজু, নওগাঁ জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: জুন ৬, ২০২১,  ১২:১২ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        নওগাঁঃ নওগাঁয় চলমান লকডাউনের চতুর্থ দিন রোববার সাধারন মানুষের মধ্যে বিধিনিষেধ মানার ক্ষেত্রে শিখিলতা পরিলক্ষিত হয়েছে। লকডাউন ঘোষিত এলাকা নওগাঁ জেলা সদর এবং নিয়ামতপুর উপজেলায় সাধারন মানুষের অবাধ বিচরন বৃদ্ধি পেয়েছে। দোকানপাঠ বন্ধ থাকলেও পুলিশের প্রহরা এড়িয়ে বিভিন্ন সড়কে ছোট ছোট যানবাহন বিশেষ করে রিক্সা, ভটভটি, বেবীট্যাক্সী, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।
এসব সড়কে বিপুল সংখ্যক সাধারন মানুষকে হেঁটে চলাচল করতেও দেখা গেছে। তবে প্রধান প্রধান সড়ক এবং এসবের গুরুত্বপূর্ণ মোড় সমূহে পুলিশের তদারকি অব্যাহত রয়েছে।
 
এদিকে জেলায় গত ২৪ ঘন্টায় ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে ২০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নিয়ামতপুর উপজেলায় ৬ জন, ধামইরহাট ও সাপাহার উপজেলায় ৩ জন করে, সদর, রানীনগর ও মান্দা উপজেলায় ২ জন করে এবং বদলগাছি ও পত্নীতলা  উপজেলায় ১ জন করে।
 
শনাক্তের হার ১১দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত জেলার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৮৫ জন। এ  সময়  সুস্থ্য হয়েছেন ১জন এবং এ  পর্যন্ত  মোট  সুস্থ্য হয়েছেন ২০৫৩ জন।
 
বর্তমানে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তব্যক্তি রয়েছেন ৩৩২ জন। এই ২৪ ঘন্টায় জেলায় মোট কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১৩৪ জনকে। এসময় কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৫ জন। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১১৪৬ ব্যক্তি।