খাবার দেন, নইলে মেরে ফেলুন: কুষ্টিয়ায় অটোরিকশা চালকদের আর্তনাদ
                        
                        
                            
                                 আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১,  ০৪:৪১ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        কুষ্টিয়াঃ মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় দেবে লকডাউন এর দ্বিতীয় দিনের সারাদেশের ন্যায় কুষ্টিয়ায় সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে।
এরই মাঝে অটো রিকশা চালকরা (তিন চাকার ব্যাটারি চালিত) বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন অলিগলিতে ভাড়ার জন্য আসলে পুলিশি অভিযানে বেশ কিছু অটোরিকশা গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে আসে। কতটা অটোরিকশা আটক করে আনা হয়েছে সে বিষয়ে সঠিক সংখ্যা জানতে পারা যায় নি। 
নিরুপায় অটো রিকশা চালকরা থানার সামনের সড়কে এনএস রোড আর্তনাদ ফেটে পড়ে। এই লকডাউনে হয় আমাদের খেতে দেন, নইলে মেরে ফেলুন! 
 
এ বিষয়ে থানা পুলিশের সাথে একাধিকবার যোগাযোগ করেও কারোর কাছ থেকে সদুত্তর পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত অটোরিকশা গুলো থানায় আটক ছিল।
 
আগামীনিউজ/এএস