খোকসায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
                        
                        
                            
                                 আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১,  ১০:০২ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
কুষ্টিয়াঃ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা ফায়ার স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 
 
শুক্রবার (৯ এপ্রিল) প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সকল সদস্যদের বিশেষ মহড়া দুপুরে খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন ও বাদ আসর স্টেশন প্রাঙ্গণে দোয়ার মাধ্যমে সকলের সুখ সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এক বিশেষ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। 
 
খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের সাবা পেসার মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে স্টেশন এর সকল সদস্য ও সদ্য নির্মিত মসজিদের ইমাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
 
আগামীনিউজ/এএস