Dr. Neem on Daraz
Victory Day

সুনামগঞ্জে জমির বিরোধে সংঘর্ষে চাচা- ভাতিজা নিহত


আগামী নিউজ | হাসান আলী, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ০৫:১৪ পিএম
সুনামগঞ্জে জমির বিরোধে সংঘর্ষে চাচা- ভাতিজা নিহত

ছবিঃ আগামী নিউজ

সুনামগঞ্জঃ দক্ষিণ সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন আরও ২ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামে।

 

নিহতরা হলেন আব্দুল তাহিদ (৬২) ও রিপন মিয়া (৪২)। গ্রামে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, ডুংরিয়া গ্রামে জমিজমা নিয়ে গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের (৬২) সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়া (৪২)’র বিরোধ ছিল।

এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারামারি শুরু হয়। এসময় গুরুতর আহত আব্দুল তাহিদ ও রিপন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মুক্তাদীর আহমদ জানান, দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পদ নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাচা ভাতিজাকে এবং ভাতিজার আঘাতে চাচার মৃত্যু ঘটেছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে