ফরিদপুরের মাঠে মাঠে চলছে পেঁয়াজ উত্তোলন
                        
                        
                            
                                 আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: মার্চ ২৬, ২০২১,  ১১:৫৬ এএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
ফরিদপুরঃ পেঁয়াজের জন্য বিখ্যাত ফরিদপুর জেলার মাঠে মাঠে চলছে এখন পেঁয়াজ উত্তোলন। এবছর পেঁয়াজের ফলনও হয়েছে ভালো। তবে বাজারে ন্যায্য দাম না পাওয়ায় অনেকটা ঋনের বোঝা মাথায় নিয়ে দূশ্চিন্তায় দিন পার করছে কৃষকেরা। ভালো ও উন্নত জাতের পেঁয়াজ উৎপাদনে বেশ সুনাম রয়েছে ফরিদপুর জেলার। ফলে জেলায় দিন দিন বেড়ে চলেছে পেঁয়াজের আবাদ।
 
এবছর পেঁয়াজের আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিলো ৩৯হাজার ৯৭ হেক্টর। কিন্তু গত বছর পেঁয়াজের দাম ভালো পাওয়ায় কৃষকেরা এবছর লক্ষমাত্রা ছাড়িয়ে ১হাজার হেক্টর বেশি জমিতে পেয়াজের আবাদ করেছে।  এই জেলায় মুড়িকাটা, দানা এবং হালি পেঁয়জের আবাদ করা হয়ে থাকে। বর্তমানে জেলার নগরকান্দা, সালথা ও ভাঙ্গা উপজেলায় উৎসব মূখোর পরিবেশে কৃষকেরা হালি পেঁয়াজ ঘরে তুলতে ব্যাস্ত সময় পার করছেন।
 
এই জেলার উৎপাদিত পেঁয়াজ স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। তবে পেঁয়াজ রোপন মৌসুমের শুরুতে পেয়াজ বীজের দাম বেশি হওয়ায় এবছর উৎপাদন খরচও হয়েছে অনেক। আর বাজারে পেঁয়াজের ন্যায্য দাম না পাওয়ায় অনেকটা দূশ্চিন্তায় কৃষকেরা। তবে পেঁয়াজ মৌসুমে সঠিক দাম না পাওয়ার একমাত্র কারন ভারত থেকে পেঁয়াজ আমদানী করাকে দোষারপ করছেন কৃষকেরা।
 
এদিকে পেঁয়াজ মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানী না করা হলে কৃষকেরা ন্যায্য মূল্য পাবেন এবং আগামীতে পেঁয়াজের আবাদ আরো বাড়বে বলে মনে করছেন কৃষি কর্মকর্তা।
 
ফরিদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড.মো: হজরত আলী আগামী নিউজকে জানান, ফরিদপুর জেলায় এবছর ৪০ হাজার ৯৭ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে। যা থেকে প্রায় ৬লক্ষ মেট্রিক টন পেয়াঁজ উৎপাদিত হবে।
 
আগামীনিউজ/এএস