হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে স্কুল ছাত্রসহ আহত ৮
                        
                        
                            
                                 আগামী নিউজ | মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: মার্চ ২০, ২০২১,  ০১:১৬ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        হবিগঞ্জঃ পাগলা কুকুরের কামড়ে স্কুল ছাত্র সহ ৮ জন আহত হয়েছে।  শনিবার সকালে এ ঘটনা ঘটে।
 
আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, জেলার লাখাই ও মাধবপুর উপজেলার এলাকাবাসী জানায়, জেলা সদরের বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে। পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকেও এসব কুকুর নিধনের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। বিভিন্ন এলাকায় আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। বিশেষ করে নারী ও শিশুরা স্কুল-কলেজে যেতেও মারাত্মক ভয় পাচ্ছেন।
 
সকালে বিভিন্ন এলাকায় পাগলা কুকুর ৮ জনকে কামড় দিয়ে গুরুতর আহত হয়েছেন আহতরা হলেন। সায়মন মিয়া (৫), রুবেল মিয়া (২৩) জুয়েল মিয়া (১০) রুবিয়া খাতুন (২৪)  শাজাহান মিয়া (২৯) আফিল মিয়া (৩৬)  আহাদ মিয়া (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক দেয়ায় হয়।
 
সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাস আগামী নিউজকে জানান, কুকুরে কামড়ের পর্যাপ্ত ওষধ মজুদ রয়েছে। আহতদের চিকিৎসাও দেয়া হচ্ছে। তবে কাউকে কুকুর কামড় দিলে সঙ্গে সঙ্গে তাকে সাবান দিয়ে ওই জায়গাটি ভালো করে ২০ থেকে ৩০ মিনিট সময় পর্যন্ত ধুতে হয়।
 
এতে ৮০ শতাংশ জীবাণু চলে যায়। পরবর্তীতে সরকারিভাবে সাতটি ইনজেকশন দিতে হয়। সেগুলো সময়মতো দিতে হবে। আর খেয়াল রাখতে হবে কুকুরটি মারা গেল কি না। যদি মারা যায় তবে ধরে নিতে হবে তার শরীরে রেবিস ভাইরাস রয়েছে।
 
আগামীনিউজ/এএস