রাজীবপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত
                        
                        
                            
                                 আগামী নিউজ | মো: জাহিদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: মার্চ ১৭, ২০২১,  ১২:১৮ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
কুড়িগ্রামঃ জেলার রাজীবপুর উপজেলায় সীমিত পরিসরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মবার্ষিকী ও  জাতীয় শিশু দিবস উদযাপন করা হচ্ছে। 
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০১ তম জন্মদিন উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। 
 
পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম ,অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।এছাড়াও উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। স্থানীয়  মুক্তিযোদ্ধা সংসদ  দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর মূরালে পুস্পস্তবক অর্পন করেন।
 
পরে উপজেলা  পরিষদ  মিলনায়তনে  বীর মুক্তিযুদ্ধের অংশগ্রহণে আলোচনা  সভা অনুষ্ঠিত  হয়। 
 
এছাড়াও  শিশু  দিবস উপলক্ষে উপজেলা  প্রশাসনের পক্ষ থেকে ছবি আঁকা ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
 
আগামীনিউজ/এএস