কুড়িগ্রামে বাল্যবিয়ে ঝুঁকিতে করণীয় শীর্ষক মতবিনিময়
                        
                        
                            
                                 আগামী নিউজ | মো: জাহিদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: মার্চ ১২, ২০২১,  ০৩:১১ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        কুড়িগ্রামঃ বাল্যবিয়ের ঝুঁকিতে আছে এমন শিশু ও তার পরিবার সমূহের সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তিতে করণীয় শীর্ষক এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার সকালে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিল্ডিং বেটার ফর গার্লস প্রকল্প, আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
এসময় যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিআরডিবি সদর উপজেলা কর্মকর্তা মো: কাদের, আরডিআরএস’র সমন্বয়কারী আব্দুল মমিন হোসেন,সলিডারিটি উপজেলা সমন্বয়কারী রোজিনা আক্তার এবং ফ্রেন্ডশিপ প্রকল্প সমন্বয়কারী মেহেদি হাসান প্রমুখ।
 
আগামীনিউজ/এএস