চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু!
                        
                        
                            
                                 আগামী নিউজ | শরীফ হায়দার, চট্রগ্রাম জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: মার্চ ৮, ২০২১,  ০৩:৫২ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        
চট্টগ্রামঃ মহানগরীর আন্দরকিল্লা প্যারাগন সিটি ভবনে মম্মি বড়ুয়া (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
 
রবিবার (৭ মার্চ) রাত  এই মর্মান্তিক ঘটনা ঘটে। মম্মি বড়ুয়া রাউজানের পাহাড়তলী এলাকার সুমন বড়ুয়ার স্ত্রী বলে জানা গেছে।
 
ঘটনায় সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন আগামী নিউজকে বলেন, বাসায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেছে বলে নিহত মম্মি বড়ুয়ার পরিবার দাবি করেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ( চমেক) মর্গে পাঠিয়েছি ময়না তদন্তের জন্য।
 
লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়েছেন চমেক হাসপাতালের ময়নাতদন্তের কাজে নিয়োজিত চিকিৎসক।
 
আগামীনিউজ/এএস