এক কাতল ৩২ হাজার !
                        
                        
                            
                                 আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক                                 প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২১,  ১১:৪৬ এএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        
রাজবাড়ীঃ জেলার গোয়ালন্দের দৌলতদিয়ায় প্রবাহমান পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে ২০ কেজি ওজনের বড় আকারের একটি কাতল মাছ ধরা পড়েছে। যার দাম ৩২ হাজার টাকা।
 
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে দৌলতদিয়া লঞ্চঘাটের উজানে কুব্বাত হালদারের জালে কাতল মাছটি ধরা পড়ে।
 
পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে ছাইক্যা মোল্লার আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরি ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন। এ সময় মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা ভিড় করেন।
 
মাছ ব্যবসায়ি চান্দু মোল্লা জানান, মাছটি উন্মুক্ত নিলামে উঠলে আমি ১ হাজার ৬০০  টাকা কেজি দরে মোট ৩২হাজার টাকায় কিনে নেই। এখন মাছটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে বিক্রি করবো।
 
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীর যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। বর্তমানে ইলিশ মাছের আকাল থাকলেও এই ধরনের সুস্বাদু মাছ জেলেদের জালে বেশী ধরা পড়ছে।
 
আগামীনিউজ/এএস