Dr. Neem on Daraz
Victory Day

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ


আগামী নিউজ | কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২০, ০৬:৫১ পিএম
কুড়িগ্রামে ৩ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ

সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে ৩ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) উপজেলার হ্যালিপ্যাড পুকুরে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ১৫ জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করে। প্রশিক্ষণে সার্বিক সহায়তা করে চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আছমা বেগম, ফায়ার সার্ভিস এর স্টেশন ইনচার্জ মো. গোলাম মোস্তফা, ওয়াল্ড কনসার্ন বাংলাদেশের চিলমারী অফিস ব্যাবস্থাপক রাজকুমার মন্ডল প্রমুখ।

চিলমারী বন্যা প্রবণ এলাকা হওয়ায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এ সাঁতার প্রশিক্ষণের আয়োজন করে।

আগামীনিউজ/জাহিদ/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে