Dr. Neem on Daraz
Victory Day

বাঙলা কলেজ যুব থিয়েটারের বার্ষিক প্রকৃতি পর্যবেক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


আগামী নিউজ | বাঙলা কলেজ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১২:৩৩ এএম
বাঙলা কলেজ যুব থিয়েটারের বার্ষিক প্রকৃতি পর্যবেক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফাইল ছবি


ঢাকাঃ বাঙলা কলেজ যুব থিয়েটারের বার্ষিক প্রকৃতি পর্যবেক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সাভার নীলা বর্ষা রিভার কুইন রিসোর্টে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী, ঢাকা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হাসিনা আক্তার, বাঙলা কলেজ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শান্তনা রানী কুন্ডু, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. কামাল উদ্দিন শামীম, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাসির উদ্দীন কচি ও ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিব তাড়াশী এবং সভাপতিত্ব করেন বাঙলা কলেজ যুব থিয়েটারের সভাপতি হোমায়রা মোর্শেদা আখতার।

কর্মশালায় বাঙলা কলেজ যুব থিয়েটারের সাবেক ও বর্তমান প্রায় শতাধিক নাট্যকর্মী অংশগ্রহণ করেন।


এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে