Dr. Neem on Daraz
Victory Day

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গাঁজা গুরু’ আটক


আগামী নিউজ | বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৩:১০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গাঁজা গুরু’ আটক

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ আটক ‘গাঁজা গুরু’ খ্যাত মনসুর খান (৮৭) বলেন, ‘আমি কলমা থেকে গাঁজা আনছি। তবে বিক্রির উদ্দেশ্য না আমি নিজে সেবনের জন্য। আমি অসুস্থ থাকি, গাঁজা না খাইলে সুস্থ হইনা। নিজের অসুস্থতার জন্য আমি গাঁজা খাই।’ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বর এলাকা থেকে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা।

আটককৃত মনসুর খানের (৮৭) বাড়ি নেত্রকোণা জেলার দূর্গাপুরে। এর আগে গত বছরের ১ ফেব্রুয়ারি একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন এলাকা থেকে তাকে পাকড়াও করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যার দরুণ এক সপ্তাহ জেল খেটে ছাড়া পান বলে গণমাধ্যমকে জানান আটককৃত মনসুর খান।

এ ব্যাপারে নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, ‘আমরা প্রথমে ছবি চত্বর এলাকায় তাকে শনাক্ত করি। এরপর জিজ্ঞেস করলে প্রথমে অল্প পরিমাণে গাঁজা সঙ্গে থাকার কথা তিনি স্বীকার করেন। এসময় তাকে আরো জিজ্ঞাসাবাদ করলে হঠাৎ করে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে লাইব্রেরির সামনে থেকে তাকে আটক করলে তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক মনসুরের বয়স বেশি হওয়ায় পুলিশও তাকে নিতে চায়নি। তাই পুলিশের উপস্থিতিতে জব্দকৃত মাদক পোড়ানো হয়। পরে তিনি ক্যাম্পাসের আশেপাশে অবস্থান করবেননা শর্তে ছেড়ে দেই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ‘একজন বৃদ্ধ মাদক বিক্রেতাকে ধরার কথা শুনেছি।  আমরা ইতিমধ্যে পুলিশের সাথেও কথা বলেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

বায়েজীদ হাসান/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে