Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

ইবিতে ছাত্রমৈত্রীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


আগামী নিউজ | বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ইবি প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ০৮:২৮ পিএম
ইবিতে ছাত্রমৈত্রীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করে শাখা ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ছাত্রমৈত্রীর দলীয় টেন্ডে এই আয়োজন করা হয়।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মোর্শেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইয়াসিরুল কবির সৌরভ। এসময় সহ-সভাপতি মাহমুদুল হাসান ও অজয় কুমার দাস, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক রিপন রায় , অর্থ সম্পাদক রতন সাহা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ওয়ালিউল্লাহ বসুনিয়া এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ ফরিদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮০ সালের ৬ ডিসেম্বর প্রগতিশীল ছাত্র আন্দোলনের ৪ টি সংগঠন একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক বটতলায় প্রতিষ্ঠা লাভ করে। যার মধ্যে “ছাত্র মৈত্রী” অন্যতম।

মুতাছিম বিল্লাহ রিয়াদ/এসএস 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে