Dr. Neem on Daraz
Victory Day

ইবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি মাহী, সম্পাদক আজাহার


আগামী নিউজ | ইবি প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৭:৪৫ পিএম
ইবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি মাহী, সম্পাদক আজাহার

আগামী এক বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের ২০২২-২৩ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফারজানা ইসলাম মাহী সভাপতি ও ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আজাহারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সংগঠন থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। এর আগে দিনব্যাপী সংগঠনটির নবীন সদস্যদের বরণ, প্রবীণ শিক্ষার্থীদের বিদায় ও কর্মশালার আয়োজন করা হয়।

২৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি সুমাইয়া তাবাচ্ছুম অমি ও সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম ইমরান ও আবু তালহা আকাশ, সাংগঠনিক সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ, সহ-সাংগঠনিক সম্পাদক সামিহা চৌধুরী প্রিয়া, দপ্তর সম্পাদক রনি সাহা, উপ-দপ্তর সম্পাদক আরোশি আঁখি ও আবু সায়েদ, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল নোমান।

সহকারী কোষাধ্যক্ষ প্রতাপ পাল, কমিউনিকেশন লিড সামিহা আক্তার চৌধুরী, হেড অব মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন পল্পব আহমেদ সিয়াম, হেড অব আইটি অ্যান্ড ডিজাইন মুসাদ্দিকুর রহমান ফাহিম, ডেপুটি হেড অব আইটি অ্যান্ড ডিজাইন সাজ্জাদ হোসেন সৈকত, হেড অব এন্ট্রিপ্রিনিয়রশিপ আঁখি আলমগীর, হেড অব রিসার্চ তৌহিদ আহমেদ খান, ডেপুটি হেড অব রিসার্চ অনন্যা রহমান।

হেড অব হাইয়ার স্ট্যাডি শিহাব উদ্দিন, ডেপুটি হেড অব হাইয়ার স্ট্যাডি মাহবুবুল ইসলাম হৃদয়, হেড অব বিসিএস রবিউল ইসলাম লাভলু, হেড অব হিউম্যান রিসোর্চ রিয়াজ হাসান রবিন, ডেপুটি হেড অব হিউম্যান রিসোর্চ মুশফিকুর রহমান, হেড অব কন্টেন্ট রাইটিং মিতানুর রহমান, হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট সুকান্ত দাস এবং ডেপুটি হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে সোহেল রানা।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ফারজানা ইসলাম মাহী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে আমাদের বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। ক্লাবকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, "ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়্যার" স্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ১৭ অক্টোবর শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সচেতনতা ও সার্বিক সহযোগিতার লক্ষ্যে যাত্রা শুরু করে ইবি ক্যারিয়ার ক্লাব।

মুতাছিম বিল্লাহ রিয়াদ/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে