Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

জাবিতে সেলিম আল দীন নাট্যোৎসব শুরু বৃহস্পতিবার


আগামী নিউজ | জাবি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২, ০৯:২০ পিএম
জাবিতে সেলিম আল দীন নাট্যোৎসব শুরু বৃহস্পতিবার

'তোমার সম্মুখে অনন্তমুক্তির অনিমেষ ছায়াপথ' এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে শুরু হচ্ছে পাঁচ দিন ব্যাপী সেলিম আল দীন নাট্যোৎসব -২০২২।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ এবং সেলিম আল দীন জয়ন্তী উৎযাপন কমিটি -২০২২ এর  আহ্বায়ক আনান জামান স্বাক্ষরিত এক  অনুষ্ঠানসূচিতে এ তথ্য জানা যায়।

আঠারো আগস্ট সকাল ১০ টায় পুষ্প অভিযাত্রার মাধ্যমে শুরু হবে নাট্যোৎসব। উদ্ভোধনী দিনে বক্তা হিসেবে ড.লুৎফর রহমান এবং অতিথি হিসেবে নাসির উদ্দীন ইউসুফ উপস্থিত থাকবেন ।  এদিন প্রদর্শিত হবে নাটক 'প্রাচ্য '।  ১৯ আগস্ট 'কিত্তনখোলা', ২০ আগস্ট 'বনপাংশুল' ২১ আগস্ট, 'কেরামতমঙ্গল' এবং ২২ আগস্ট উপস্থাপিত হবে নাটক ' পুত্র'। সবগুলো নাটকই উপস্থাপিত হবে  থিয়েটার ল্যাব -৩, জহির রায়হান মিলনায়তনে সন্ধ্যা ৭ টায়।   

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে