Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

জাতীয় শোক দিবসে ইবিতে কুইজ প্রতিযোগিতা


আগামী নিউজ | ইবি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ১১:১০ পিএম
জাতীয় শোক দিবসে ইবিতে কুইজ প্রতিযোগিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস-২০২২ উপলক্ষে মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১০ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভুঁইয়া, ইবি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, ইবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরেফিন, শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন।

কুইজ প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. বাকী বিল্লাহ বিকুলের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আমানুর রহমান, রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেন খান, ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক, সহকারী প্রক্টর প্রফেসর ড. মুর্শিদ আলম, ড. শফিকুল ইসলাম, ড. শাহেদ আহমেদ, ড. সজিব আলী প্রমুখ।

প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিশু শ্রেণি হতে নবম শ্রেণির শিক্ষার্থীরা ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।

এসএস