Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

ইবিতে নীলফামারী জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়


আগামী নিউজ | বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ইবি প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০২:২৩ পিএম
ইবিতে নীলফামারী জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নীলফামারী জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন ও আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ। অনুষ্ঠানের শুরতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর (আশিক)। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চলনা করেন সাদিকুল ইসলাম সাদিক ও কনা। এসময় জেলা সমিতির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মুতাছিম বিল্লাহ রিয়াদ/এমবুইউ