Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

রাবিতে ৩১ ঘন্টায় আবেদন পড়েছে ৭১ হাজার


আগামী নিউজ | বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি প্রকাশিত: মে ২৬, ২০২২, ০৮:৪৮ পিএম
রাবিতে ৩১ ঘন্টায় আবেদন পড়েছে ৭১ হাজার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩১ঘন্টার ব্যবধানে ২০২১-২২ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন জমা পড়েছে ৭১ হাজার ৭৮৪টি। বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, বুধবার দুপুর ১২টায় প্রাথমিক আবেদন শুরুর পর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৭১ হাজার ৭৮৪ টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে মানবিক বিভাগে (‘এ’ ইউনিট) ২৬ হাজার ১৭৮জন, বাণিজ্য বিভাগে (‘বি’ ইউনিট) ১৮ হাজার ৩২৪ জন এবং বিজ্ঞান বিভাগে (‘সি’ ইউনিট) ২৭ হাজার ২৮২ জন ভর্তিচ্ছু প্রাথমিক আবেদন করেছেন। আবেদনকারীর সংখ্যা প্রতি মুহুর্তে বাড়ছে।

 

প্রসঙ্গত, গতকাল বুধবার থেকে রাবির ২০২১-২২ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৯ জুন রাত ১২টা পর্যন্ত। প্রাথমিকভাবে আবেদনকারীদের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ৭২ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হবেন।

মারজিয়া আকতার/এসএস