Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

ইবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ-বিদায়


আগামী নিউজ | বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ইবি প্রকাশিত: মে ২২, ২০২২, ০৬:৩৯ পিএম
ইবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ-বিদায়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ, প্রবীণ বিদায় ও প্রীতিভোজ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর এক টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুত রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি সুজন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. জাকারিয়া রহমান। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ, লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আসাদ্দুজামান ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মালেক।

ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের আসাদুজ্জামান নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাজির, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এছাড়া নবীনদের মধ্যে বক্তব্য রাখেন ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল-আমিন।

অনুষ্ঠানে শুরুতে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও শেষে প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও রেফেল ড্র ও সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

রিয়াদ/এসএস