Dr. Neem on Daraz
Victory Day

বাকৃবির নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সাইফুল


আগামী নিউজ | বাকৃবি প্রতিনিধি প্রকাশিত: মে ৩, ২০২২, ০১:১৭ পিএম
বাকৃবির নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সাইফুল

ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম।

সোমবার (০২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলামকে ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেনের স্থলাভিষিক্ত হবেন। তিনি আগামী ৮ মে  আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

উল্লেখ্য, বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা ও ফসল উদ্ভিদবিজ্ঞান অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। এই কারণে বিশ্ববিদ্যালয় ছাত্র বিষয়ক উপদেষ্টা পদটি ফাকা হয়ে যায়। নতুন নিযুক্ত ছাত্র বিষায়ক উপদেষ্টার মেয়াদ আগামী দুই বছর।

তানিউল করিম জীম/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে