Dr. Neem on Daraz
Victory Day

পবিপ্রবিতে গুছভুক্ত বিষয়ে আসন খালি ৫৮ শতাংশ


আগামী নিউজ | পবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ১০:৪৬ পিএম
পবিপ্রবিতে গুছভুক্ত বিষয়ে আসন খালি ৫৮ শতাংশ

ফাইল ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২০২০-২১ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছভুক্ত পাঁচটি বিষয়ে ১৪৮ জন ভর্তি হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার এই দু'দিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভর্তির সময় ছিল।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা যায়, গুচ্ছভুক্ত ৩৫০ টি আসনের  মধ্যে জন ১৪৮ জন ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে। যা মোট আসনের প্রায় ৪২ শতাংশ।

জানা যায়, গুচ্ছভুক্ত পাঁচটি বিষয়ের মধ্যে কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং এ মোট ৭০ আসনের বিপরীতে ভর্তি হয়েছে ৩৯ জন, বিজনেস এডমিনিস্ট্রেশনে মোট ১০০ আসনের বিপরীতে ভর্তি হয়েছে ৩৮ জন, ল’

এ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে মোট ৬০ আসনের মধ্যে ভর্তি হয়েছে ৩৮ জন, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্সে মোট ৬০ আসনের বিপরীতে ভর্তি হয়েছে ১৫ জন এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে মোট ৬০ আসনের বিপরীতে ভর্তি হয়েছে ১৮ জন।

আগামীনিউজ/শরিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে