Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

পবিপ্রবিতে আইস ব্রেকিং অনুষ্ঠান


আগামী নিউজ | পবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ১১:০০ পিএম
পবিপ্রবিতে আইস ব্রেকিং অনুষ্ঠান

ছবিঃ আগামী নিউজ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ১৭ তম ব্যাচের সোমবার (১৭ জানুয়ারী)   আইস ব্রেকিং অনুষ্ঠিত। 

ব্যাবসায়ে প্রশাসন অনুষদের ১৬ তম ব্যাচ (অরোধ্য) তাদের অনুজ ১৭ তম ব্যাচ (অরিত্রিক) কে বরণ করে নেয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের শিক্ষক ও শিক্ষিকা সহ অরোধ্য -১৬ আর অরিত্রিক -১৭ সকল শিক্ষার্থী।

সকালে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, এরপর জুনিয়রদের সাথে বরফ ভাঙ্গা হয়। দুপুরে ছাত্র - শিক্ষক কেন্দ্রে (টিএসসি) তে  জুনিয়র সিনিয়র একসাথে খাওয়াদাওয়া করে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়। 

আইস ব্রেকিং অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের একজন জানান,"ক্যাম্পাসে সিনিয়ররা  জুনিয়রদের র‍্যাগিং নামক অপসংস্কৃতি থেকে বের হয়ে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসিত।"

একজন নবীন শিক্ষার্থী বলেন,"আমাদের সিনিয়রা  অনেক আন্তরিক, এই অনুষ্ঠান সিনিয়র-জুনিয়র সম্পর্ক আরো দৃঢ় করে তুলবে।"

আগামীনিউজ/শরিফ