Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

জাতিকে টিকিয়ে রাখতে হলে নীতিবান মানুষের প্রয়োজন


আগামী নিউজ | ইবি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৬:২৮ পিএম
জাতিকে টিকিয়ে রাখতে হলে নীতিবান মানুষের প্রয়োজন

ছবিঃ আগামী নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, ‘বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে চলেছে। জাতিকে টিকিয়ে রাখতে হলে নীতিবান মানুষের প্রয়োজন। এজন্য নীতি, নৈতিকতার মধ্যদিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।’

সোমবার (১৭ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিসি বলেন, আগামীতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কাজের অগ্রগতির উপর বাজেট দেবে সরকার। এজন্য আমাদের কাজে যদি কোন দুর্বলতা থাকে তা কাটিয়ে উঠে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এসময় তিনি শুদ্ধাচারের মাধ্যমে সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়কে উচ্চস্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের তৃতীয় তলায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় এপিএ টিমের আহ্বায়ক ও প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও উপ-রেজিস্ট্রার (প্রশাসন-১) ড. মোঃ নওয়াব আলী খানের পরিচালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে আলোচনায় অংশ নেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোঃ মিজানুুর রহমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুস সামাদ, টিএসিসি’র পরিচালক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাঃ মনিরুজ্জামান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি প্রফেসর ড. অশোক কুমার চক্রবর্তী, আইন প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাঃ মেহের আলী, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এম এয়াকুব আলী, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. নূরুন নাহার, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান, লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ লুৎফর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আক্তারুজ্জামান ও ল’এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সাহিদা আক্তার। কর্মশালায় বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি ও অফিস প্রধানগণ অংশগ্রহণ করেন।

আগামীনিউজ/শরিফ