Dr. Neem on Daraz
Victory Day

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্যে প্রস্তুত বাকৃবি


আগামী নিউজ | বাকৃবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০৪:৫৭ পিএম
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্যে প্রস্তুত বাকৃবি

ছবিঃ আগামী নিউজ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) ৭ টি বিশ্ববিদ্যালয়ের কৃষিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর। এ বিষয়ে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

তিনি আরো বলেন, এবার ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ১২৫০০ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে। ১৫ অঞ্চলে ২৪১ টি রুমে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে । শিক্ষার্থীদের সুবিধার জন্যে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পরীক্ষার অঞ্চল,আসনবিন্যাস, রুম নম্বর সম্বলিত ব্যানারের ব্যবস্থা করা হয়েছে। এতে সহজেই তারা তাদের আসন খুজে পাবে।

জানা যায় , ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন স্টল তৈরি করেছে।

এসব সংগঠনের মধ্যে রয়েছে হাসিমুখ, রোটার্যাক্ট,বাইডিএস। এছাড়া বিভিন্ন বিভাগীয় সমিতি এবং অনুষদের পক্ষ থেকে স্টল বসানো হয়েছে। এসব সংগঠনের সদস্যরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে সহায়তা করে থাকে।

এবিষয়ে বাকৃবি রোটার্যাক্ট ক্লাবের সম্পাদক মো. রাসেল মাহমুদ বলেন, প্রতিবছরের মতো এবছরো আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্যে স্টল দিয়েছি। শিক্ষার্থীদের আসন পেতে সাহায্য, থাকার ব্যবস্থা করে থাকি। এছাড়া আমাদের সংগঠন সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করে থাকি। অন্যদিকে পরীক্ষা শুরুর আগে বিভিন্ন জায়গায় আমাদের সদস্যরা দাঁড়িয়ে থেকে বিভিন্ন বিষয়ে সাহায্য করে থাকে।

নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর মুহাম্মদ মহির উদ্দীন বলেন, আমরা সার্বিকভাবে সকল প্রস্তুতি গ্রহণ করেছি। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথেও আমাদের কথা হয়েছে।

এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সহায়তা করে থাকে। একটি উৎসবমুখর পরিবেশে আমরা পরীক্ষা নিতে পারবো বলে আশা করছি।

উল্লেখ্য, এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে