Dr. Neem on Daraz
Victory Day

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রতিবাদে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন


আগামী নিউজ | গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৬:০০ পিএম
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রতিবাদে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

ছবিঃ আগামী নিউজ

গোপালগঞ্জঃ হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা বানচাল ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক এ মানববন্ধন কর্মসূচি পালন করেন গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।

মানববন্ধন চলাকালে আন্তজার্তিক সম্পর্ক বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র রথীন্দ্রনাথ বাপী, নাজমুল মিলন, গণিত ৪র্থ বর্ষের ছাত্র মাহাদি হাসান বক্তব্য রাখেন।

এ সময় বক্তরা কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, বান্দরবন, ফেনী, রংপুর, রাজশাহী, চট্রোগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পূজামন্ডপে হামলা, ভাংচুর, বসতবাড়ী,ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার প্রতিবাদ এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে