Dr. Neem
Dr. Neem Hakim

ইবিতে সশরীরে ক্লাস শুরু ২৫ অক্টোবর


আগামী নিউজ | ইবি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৪:৫৯ পিএম
ইবিতে সশরীরে ক্লাস শুরু ২৫ অক্টোবর

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২৫ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে, গত ৪ই অক্টোবর সিন্ডিকেট সভায় ৯ই অক্টোবরে হল খোলা এবং ২০শে অক্টোবর থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে ২০শে অক্টোবর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ছুটি ঘোষণা করায় সেদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

এছাড়া ২১ ও ২২শে অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৪শে অক্টোবর গুচ্ছের অধীনে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা রয়েছে। এ কারণে আগামী ২৫শে অক্টোবর হতে সশরীরে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামীনিউজ/শরিফ