Dr. Neem
Dr. Neem Hakim

সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবি শিক্ষকের মৃত্যুর ঘটনায় মানববন্ধন


আগামী নিউজ | গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ০৮:২৩ পিএম
সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবি শিক্ষকের মৃত্যুর ঘটনায় মানববন্ধন

ছবি: আগামী নিউজ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহকারি অধ্যপক মসিউর রহমানের সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুর ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া গোল চত্তরে প্লাকাড প্রদর্শন করে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীদের কর্মসূচির সাথে একান্ততা প্রকাশ করে বিশ্ববিদ্যলয়ের শিক্ষকরাও মানববন্ধন যোগ দেন। 

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষক এবং শিক্ষার্থীরা সড়ক দূর্ঘটনায় নিহত ইংরেজি বিভাগের সহকারি অধ্যপক মসিউর রহমানের অকাল মৃত্যুর ঘটনার বিচার ও নিরাপদ সড়কের দাবীতে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর সন্ধ্যায়  পিরোজপুর থেকে পরিবার নিয়ে কর্মস্থল  গোপালগঞ্জে আসার পথে ওই শিক্ষক সড়ক দূর্ঘটনায় মারা যান। এ সময় তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। 

আগামীনিউজ/ হাসান