Dr. Neem
Dr. Neem Hakim

বাঙলা কলেজের সাথে বিকাশ-রকেটের চুক্তি স্বাক্ষরিত


আগামী নিউজ | বাঙলা কলেজ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০২:৩৩ পিএম
বাঙলা কলেজের সাথে বিকাশ-রকেটের চুক্তি স্বাক্ষরিত

ছবি: আগামী নিউজ

ঢাকা: সরকারি বাঙলা কলেজ প্রশাসন বিকাশ এবং রকেটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ চুক্তি স্বাক্ষর করেছেন কলেজ প্রশাসন। চুক্তিমতে এখন থেকে সকল শিক্ষার্থী বিকাশের মাধ্যমে কলেজের (বেতন,ভর্তি ফি,ফরম পূরণ) দেশের যেকোন যায়গা থেকে জমা দিতে পারবে। আগামী সপ্তাহ থেকে রকেটের মাধ্যমেও শিক্ষার্থীরা এ সুবিধা পাবে।

বিকাশের হাজারে ১৩ টাকা এবং রকেটের আগামী ছয়মাস কোন চার্জ ছাড়া শিক্ষার্থীরা কলেজের সকল বিল জমা দিতে পারবে।

বিকাশ এবং রকেট কর্তৃপক্ষের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করেন বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান।তিনি বলেন চুক্তি সাক্ষরিত করেছি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল বিকাশ-রকেটে পেমেন্ট।শিক্ষার্থীদের সুবিধার্থে যাতে তারা সহজতর উপায়ে সকল প্রকার ফিস জমা দতে  পারে।এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন।

আগামীনিউজ/ হাসান